ব্যালন ডি’ অর না পেয়ে সহকারীকে যা বলেছিলেন ভিনিসিয়ুস
‘দরকারে আমি আরও ১০ গুণ পারফর্ম করবো’– ব্যালন ডি’ অরের প্রেস্টিজিয়াস পুরস্কারের জন্য ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ঠিক কতটা ক্ষুধার্ত সেটা বোঝা গিয়েছিল তার ওই এক টুইট থেকেই। অনেক নাটকীয়তার জন্ম দিয়ে ২০২৪ সালের ব্যালন ডি’ অর থেকে বঞ্চিত হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এমন সিদ্ধান্তটা যেন মেনেই নিতে পারছেন না তিনি।
গত কয়েকমাস থেকেই ২০২৪ সালের ব্যালন ডি’ অরের জন্য ভিনিসিয়ুস জুনিয়রের নামটা উচ্চারিত হচ্ছিল সবার আগে। রদ্রি একাধিক শিরোপায় অনেকটা এগিয়ে থাকলেও গোলে-অ্যাসিস্টে ভিনিকেই এগিয়ে রাখছিলেন সকলেই। কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করে মূল আয়োজন শুরুর ঘণ্টা ছয়েক আগে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষই রিয়াল মাদ্রিদকে জানিয়ে দেয় ভিনিসিয়ুস জুনিয়র পাচ্ছেন না প্রেস্টিজিয়াস এই পুরস্কার। এরপরেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রিয়াল মাদ্রিদ। ক্লাবের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ জানান, ব্যালনের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে না তার ক্লাব। নাটকীয় এই ঘটনার পর ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতেই ওঠে ব্যালনের মর্যাদাপূর্ণ পুরস্কার।
মূল অনুষ্ঠানে ১৯৯৫ সালে ব্যালন ডি’ অর জেতা জর্জ উইয়াহ যখন নাম ঘোষণা করবেন, তখনও দর্শকসারি থেকে ভেসে আসতে থাকে ভিনি ভিনি চিৎকার। শেষ পর্যন্ত রদ্রির নামটাই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এরপরেই নিজের এক্স হ্যান্ডেলে ছোট এক পোস্ট নিয়ে হাজির হন ভিনিসিয়ুস।
অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ব্রাজিলিয়ান লিখেছেন, ‘দরকার হলে আমি ১০ গুণ হয়ে ফেরত আসব। ওরা আমার জন্য প্রস্তুত না।’ এমন টুইটের পর বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ভিনিসিয়ুসের ম্যানেজমেন্ট দলের সঙ্গে। জানতে চাওয়া হয়, এমন টুইটে কী বোঝাতে চেয়েছেন ভিনিসিয়ুস?
জবাবে রয়টার্সের ভিনিসিয়ুসের ব্যক্তিগত সহকারীদের পক্ষ থেকে জানানো হয়, ব্রাজিলিয়ান এই তারকা মূলত ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ওপরেই ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যালন ডি’ অর না পেয়ে ভিনিসিয়ুস তার সহকারী দলকে বলতে থাকেন, ‘ফুটবল বিশ্ব এখনো এমন একজন খেলোয়াড়কে মেনে নিতে প্রস্তুত না, যে কি না প্রথার বিরুদ্ধে লড়াই করে।’
রয়টার্সকে ভিনিসিয়ুসের ম্যানেজমেন্ট টিম জানায়, ব্রাজিলিয়ান এই তারকা বিশ্বাস করেন, তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন বলেই তাকে ব্যালন ডি’ অরের মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। স্পেনে বেশ কয়েকবারই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। এই বিষয়ে কড়া প্রতিবাদও করেছেন তিনি।
এদিকে ভিনিসিয়ুসের ব্যালন না জেতার পেছনে রাজনীতিকেই বড় করে দেখছেন তার ক্লাব সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা। এক্স হ্যান্ডেলে ভিনিসিয়ুসের সঙ্গে ছবি পোস্ট করে কামাভিঙ্গা লিখেছেন, ‘ভাই আমার, তুমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কারই অন্য কিছু বলতে পারে না। ভাই, তোমাকে ভালোবাসি।’ তার আগেই ফুটবল রাজনীতি লিখে পাশে ক্রস চিহ্ন বসিয়েছেন এই ফ্রেঞ্চ মিডফিল্ডার।
গত মৌসুমে ভিনি দলের ও ক্লাবের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেখানে তিনি গোল করেছেন ২৬টি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। গত মৌসুমে তার শিরোপার তালিকায় ছিল- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। তবে জাতীয় দলের হয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ।
অপরদিকে রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো। ক্লাব আর জাতীয় দলে সমান পারফরম্যান্স বিচারে কিছুটা এগিয়েই ছিলেন রদ্রি।
Comments
Post a Comment