তামিমের দলে ফেরা নিয়ে যে বার্তা দিলেন বিসিবি সভাপতি
সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরই মূলত সাবেক এই অধিনায়কের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড সভা। তার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমকে নিয়ে কথা বলেছেন ফারুক।
তিনি বলছিলেন, 'এই মুহূর্তে এরকম কোনো নিউজ আমার কাছে নেই।'
তামিম ইকবালকে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলে বিসিবিতে ব্যাপক পরিবর্তন আসার পর আবারও আলোচনায় তামিমের দলে ফেরা।
Comments
Post a Comment