বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে কয়েক হাজার শিক্ষার্থীরা

 



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জাতীয় পার্টির কার্যালয় সিলগালার উদ্দেশ্যে বিজয়নগরের দিকে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে তারা বিজয়নগরের দিকে এগিয়ে যায়। এর আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল প্রদক্ষিণ করে।


মিছিলের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, "আজ আমাদের আন্দোলনের অংশ হিসেবে বিজয়নগরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি। সেখানে জাতীয় নাগরিক কমিটি ও কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগরে পৌঁছানোর পর জাতীয় পার্টির কর্মীরা হামলা চালায়। ধারণা করা হচ্ছে, সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও যুক্ত।"


তিনি আরও জানান, "আমরা দেরিতে খবর পাওয়ায় সবাই এখনও একত্র হতে পারিনি, তবে দ্রুতই একত্রিত হয়ে জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে যাব।"


এর আগে, আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করার ঘোষণা দেন। পোস্টটি পরবর্তীতে এডিট করে রাত সাড়ে ৮টার সময় নির্ধারণ করা হয়।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

IPL নিলাম: ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি