তাইজুল লড়ছেন একা,প্রথম সেশনে যত দুরবস্থা
চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্ত দেরি করেননি এইডেন মার্করাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে রাজি নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। আগে ব্যাট করতে নেমে বেশ ভালোই করেছে প্রোটিয়ারা। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে তারা। ৭১ বলে ৪৯ রান করে অপরাজিত আছেন টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস অপরাজিত আছেন ২৩ রানে।
ঢাকা টেস্টে একজন পেসার খেললেও চট্টগ্রামে দুজন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে ফেরা নাহিদ রানা প্রথম সেশনে টাইগারদের সাফল্য এনে দিতে পারেননি। হাসান মাহমুদও পারেননি নতুন বলে উইকেট তুলে নিতে। দুই টাইগার পেসারকে দারুণভাবে সামাল দিয়েছেন মার্করাম ও ডি জর্জি। তবে হাসান চাইলে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। তার বলে উইকেটের পেছনে ডি জর্জির ক্যাচ মিস করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
বাংলাদেশকে একমাত্র উইকেটি এনে দেন তাইজুল ইসলাম। বড় রান করার ইঙ্গিত দিয়েও তা করতে পারেননি মার্করাম। তাইজুলের হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে শট মিড উইকেটে মুমিনুলের হাতে ক্যাচ দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। প্যাভিলিয়নে ফেরার আগে ৫৫ বলে ২ বাউন্ডারিতে ৩৩ রান করেছেন মার্করাম।
Comments
Post a Comment