লাঞ্চ বিরতির আগে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ!দেখে নিন সর্বশেষ স্কোর
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যাটিং আধিপত্য বিস্তার করে চলছে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ২ উইকেটে ৩০৭ রানে দ্বিতীয় দিন শুরু করে প্রোটিয়ারা। সেই ছুটে চলায় চারশ রানের দোরগোড়ায় সফরকারীরা।১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেছেন ওপেনারের টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি তার। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা। তাইজুল ইসলামকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ড্যাডি সেঞ্চুরি।
বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের জন্য ছিল হতাশার মুহূর্তও। দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি।
এরপর স্ট্যাম্পিংয়ের আবেদনও ছিল তার বিপক্ষে। সেখানেও বেঁচে গিয়েছেন তিনি। দিনের প্রথম নয় ওভার শেষে উঠেছে ৩৫ রান। ডি জর্জির ১৫৬ রানের সঙ্গে বেডিংহাম অপরাজিত ৩৮ রানে।
এই প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেট হারিয়ে ৪১৩ রান। সাউথ আফ্রিকার পড়েছে পাঁচ উইকেট, আর পাঁচটিই শিকার করলেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সকালে ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনেকে এলবিডাব্লিউ করে এই অর্জন বাঁহাতি স্পিনারের। যা তাঁর ক্যারিয়ারে ১৪তম। ম্যাচে দশ উইকেট আছে দু’বার, এই টেস্টে সাউথ আফ্রিকার সামনে চতুর্থ ইনিংসে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারলে সুযোগ আসবে নিশ্চিত!
Comments
Post a Comment