স্কোয়াডে থেকেও মাঠে নামতে পারেনি বড় তিন তারকা,ফিল্ডিং এ বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটু পর শুরু হবে ম্যাচটি।ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। অর্থাৎ ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলী অনিকের পরিবর্তে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরির কারণে জাকের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় গতকালই একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে অঙ্কনকে।লিটন দাস অসুস্থ থাকায় খেলছেন না, একাদশে জায়গা করলেন জাকির হাসান। এ ছাড়া স্পিনার নাঈম হাসান খেলছেন না, তার জায়গায় খেলবেন পেসার নাহিদ রানা। সাউথ আফ্রিকার একাদশে পরিবর্তন দুটি।
Comments
Post a Comment