দল পেয়েও বিগব্যাশে খেলতে পারবেন না রিশাদ হোসেন
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে অস্ট্রেলিয়ার বিগব্যাশে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগব্যাশ মাতানোর কথা ছিল। তবে সেখানে টাইগার এ লেগ স্পিনারের খেলা হচ্ছে না।
গুঞ্জন উঠেছে, বিগব্যাশের জন্য রিশাদকে এনওসি দেয়নি বিসিবি। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি ও রিশাদ।
মূলত, বিগব্যাশ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি কাছাকাছি হওয়াতে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এ আসরে রিশাদের খেলা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। চলতি বছরের ১৫ ডিসেম্বর শুরু হবে বিগব্যাশের এবারের আসর। যা শেষ হবে আগামী বছরের জানুয়ারীতে। আর হোবার্টের প্রথম ম্যাচ ১৯ ডিসেম্বর।
এদিকে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। যার কারণে বিগব্যাশ খেলতে রিশাদ অস্ট্রেলিয়া গেলেও খুব একটা ম্যাচ পাবেন না টাইগার এ লেগ স্পিনার।
এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন রিশাদ। গুঞ্জন আছে, বরিশাল তাকে কিছু ম্যাচ বিগব্যাশে খেলার সুযোগ দিতে প্রথমে রাজি ছিল। তবে এখন তারা নাকি সিদ্ধান্ত নিয়েছে রিশাদকে তাদের পুরো সিজনের জন্যই প্রয়োজন। যার ফলে বিগব্যাশে সুযোগ পেলেও খেলা হচ্ছে না টাইগার এ লেগ স্পিনারের।
Comments
Post a Comment