মেহেদী মিরাজ দেশের হয়ে প্রথমবার যে নতুন কীর্তি অর্জন করলেন
সাকিব আল হাসান হয়তো মেহেদী হাসান মিরাজকে বলতেই পারেন— ‘তোমার হলো শুরু, আমার হলো সারা’! আন্তর্জাতিক টেস্ট ফরম্যাটে সম্ভবত নিজের শেষ ম্যাচটি ভারতের কানপুরে খেলে ফেলেছেন সাকিব। স্বাভাবিকভাবেই এরপর থেকে ক্রমাগত অলরাউন্ডারের তালিকায় তার ক্রমাবনতি ঘটবে। ঠিক সেই সময়ে টেস্টে অলরাউন্ডারদের মধ্যে নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছে গেছেন মিরাজ।
প্রথমবার টেস্টে সেরা তিন নম্বর অলরাউন্ডার হয়েছেন মিরাজ। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় পাওয়া টেস্ট সিরিজ থেকে ব্যাট-বলে তিনি দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছেন। ভারতে ব্যাট হাতে সেভাবে ভূমিকা রাখতে না পারলেও, বল হাতে ছিলেন স্বাভাবিক ছন্দে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের এক ইনিংসে ৯৭ রান এবং ২ উইকেট নিয়ে সেরা রেটিং পেয়েছেন মিরাজ।
আজ (বুধবার) আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার হিসেবে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন এই টাইগার তারকা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৯৪। তিন নম্বর অবস্থানের মতো পয়েন্টেও মিরাজের অবস্থান এখন ক্যারিয়ারসেরা। মিরাজ এগোলেও, এক ধাপ পিছিয়ে টেস্টে বর্তমানে চার নম্বর অলরাউন্ডার সাকিব। তবে যথারীতি টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন যথাক্রমে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
Comments
Post a Comment