হংকং সিক্সেস টু্র্নামেন্টে দেশীয় সকল রেকড ভাঙলো বাংলাদেশ
হংকং সিক্সেস টুর্নামেন্টে ওমানকে ১৪৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। তান্ডব চালিয়েছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ফিফটি করেছেন দুইজনই। ৬ ওভারের ম্যাচে বাংলাদেশ তুলেছে ১৪৭ রান।প্রথম বলেই ছক্কা হাঁকান জিসান। ওই ওভারে মোট তিন ছক্কায় ২১ রান তোলেন জিসান ও ইয়াসির আলী। পরের ওভারে আরো বিধ্বংসী ছিলেন জিসান। হাঁকান টানা চার ছক্কা। একটি বাউন্ডারি হাঁকান ইয়াসিরও। ওই ওভারে থেকে রান আসে ২৯। দ্বিতীয় ওভারেই পঞ্চাশ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। পরের ওভারে দুই ছক্কা ও একটি চারে ২১ রান তোলেন দুই ওপেনার। ১২ বলে ফিফটি করে রিটায়ার্ড হন জিসান। হাঁকান আটটি ছক্কা ও একটি চার।এরপর সাইফউদ্দিন ক্রিজে এসে এক ওভারে চার ছক্কা ও দুই বাউন্ডারিতে নেন ৩২ রান৷ পরের ওভারেও দুইটি চার ও ছক্কায় ২২ রান নেন সাইফউদ্দিন ও ইয়াসির। শেষ ওভারে ২২ রান তুলে বাংলাদেশকে ১৪৭ রানের পুঁজি এনে দেন সাইফউদ্দিন ও আবু হায়দার রনি। ১২ বলে ৫৫ রান করেন সাইফও৷ তার ব্যাট থেকে আসে সাতটি ছক্কা ও তিনটি চার। ৯ বলে ২৬ রান করেন অধিনায়ক ইয়াসির আলী।
Comments
Post a Comment