নাহিদ রানা বা মুস্তাফিজ নয় এবার আইপিএল নিলামের হট কেক গোপালগঞ্জের সাকিব

 


‘সাকিব হুসাইন ইজ নাইট’—২০২৪ আইপিএলের মিনি নিলাম থেকে দলে ভেড়ানোর পর ফেসবুকে এভাবেই অখ্যাত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

সেবার নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে অনেকেই প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন। ধারণা করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার কি না। অবশ্য ভুল ভাঙতেও সময় লাগেনি।

আসন্ন নিলামেও আছেন ভারতীয় এই সাকিব। এবার অবশ্য তার বেইস প্রাইস দশ লাখ বেড়ে ৩০ লাখ রুপিতে এসে দাঁড়িয়েছে। অবশ্য এবারের নিলামে দল প্রত্যাশী হিসেবে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। নামের মিল ছাড়াও আরও একটা জায়গায় কিছুটা ভড়কে যেতে পারেন পাঠকরা। সাকিব হুসাইনের জন্ম গোপালগঞ্জ জেলায়! ঠিকই পড়েছেন, তবে বাংলাদেশের নয় ভারতের বিহারে গোপালগঞ্জ নামে একটি জেলা আছে। সেখানেই জন্ম এই পেসারের। 

ভারতীয় গণমাধ্যম সূত্রমতে, বিহারের গোপালগঞ্জে বেড়ে উঠেছেন সাকিব হুসাইন। প্রত্যন্ত অঞ্চল থেকে বড় মঞ্চে উঠে আসার আর দশটা গল্প যেমন হয়, এই সাকিবেরও লড়াই সংগ্রাম কম করতে হয়নি। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাকিব পাড়ার টুর্নামেন্ট খেলে নিজের খরচের পাশাপাশি পরিবারের উপার্জনেও ভূমিকা রাখতেন। 

তার ক্রিকেট ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০২১ সালে। পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগে সবার নজর কাড়েন। দুরন্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থ তার দিকে নজর দিতে বাধ্য করে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

অনূর্ধ্ব ১৯ বিহার টিমে সুযোগ পেয়ে যান সাকিব। সেখানে পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে ঘষামাজা করার সুযোগ পেয়ে যান। ২০২২ সালে আবার মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। সেখানেও পারফর্ম করেন। গুজরাটের বিপক্ষে ২০ রান দিয়ে নেন চারটি উইকেট। 

মুস্তাক আলিতে ভালো পারফর্ম করার পরই আইপিএল টিমগুলোর নজরে পড়ে যান সাকিব। অনেকেই তাকে নেট বোলার হিসেবে যোগ দিতে প্রস্তাব করেছিল বলে জানা যায়। সাকিব বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিংসকে। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের নেটে বল ঘুরিয়েছেন। ভুল যে করেননি, তার প্রমাণ পেয়ে যান হাতেনাতে। কলকাতা তাকে দলে ভেড়ায়। যদিও স্বপ্নের আইপিএলে মাঠে নামা হয়নি। 

এবারের রঞ্জিতে বিহারের হয়ে দারুণ ফর্মে ছিলেন। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা। আশা করা যাচ্ছে, তার দিকে এবারও নজর থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির। সর্বশেষ আসরে কেকেআরে সুযোগ পাওয়ার পর এক সাক্ষাৎকারে সাকিব বলছিলেন, ‘আইপিএলের পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেব। ওরা যা খুশি তাই করতে পারে। আমি শুধু বল করার নির্দিষ্ট জুতা এবং বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম কিনব।’ এবার দলে সুযোগ পেলে কী করবেন তিনি?

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

হাথুরু বিদায় নিতেই সিমন্সের সাথে দায়িত্বে ফিরলেন টাইগারদের সাবেক কোচ

ব্রেকিং নিউজ: ওয়ানডে ও টেস্ট ফরমেটের জন্য দুই অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি