এবার আশরাফুলকে মুক্তি দিলেন মুমিনুল

 



বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক এক সময় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে টানা ফিফটির রেকর্ড গড়ে ‘লিটল ব্র্যাডম্যান’ উপাধি লাভ করেছিলেন। তবে বর্তমানে তিনি নিজের আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। কিছুদিন আগে তিনি দল থেকে বাদ পড়েছিলেন, কিন্তু পরে ফিরে এসেছেন। তবে এখনও আগের মতো রান করতে না পারায় এবার তিনি গড়েছেন একটি বিব্রতকর রেকর্ড।


বর্তমানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় ও শেষ টেস্টে জ্যামাইকায় খেলছে। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১০ রানে ২ উইকেট হারায়। মুমিনুল হক ছিলেন দ্বিতীয় উইকেট। মাত্র ৬টি বল খেলেই রান না করেই কেমার রোচের বল ধরে আউট হয়ে যান। ফুল লেংথের বলটি ডিফেন্ড করতে গিয়ে ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ হয়ে যান।


শূন্য রানে আউট হয়ে মুমিনুল হক গড়লেন একটি লজ্জাজনক রেকর্ড। এখন তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান। পূর্বে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের, যিনি ৬১ টেস্টে ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। তবে ৬৯ তম টেস্টে মুমিনুল সেই রেকর্ডটি ভেঙে ফেললেন এবং ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন।


এই তালিকার পরবর্তী দুটি নাম ব্যাটারের নয়, বরং পেসার খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলামের। তারা ১৩ বার করে শূন্য রানে আউট হয়েছেন, আর মুশফিকুর রহিমও একই সংখ্যক ডাক মেরেছেন।


মুমিনুলের আউট হওয়ার পর বাংলাদেশ বিপদে পড়ে, তবে দিনশেষে কিছুটা স্বস্তি ফেরান সাদমান ইসলামের ফিফটি। এছাড়া উইন্ডিজদের ক্যাচ মিসের কারণে পরিস্থিতি কিছুটা সহজ হয়ে যায়। প্রথম দিনের ৩০ ওভারে তারা তিনটি ক্যাচ ছেড়েছে, যার মধ্যে দুটি সাদমানের এবং একটি শাহাদাত হোসেন দীপুর (১২)। প্রথম দিন শেষে বাংলাদেশ ২ উইকেটে ৬৯ রান সংগ্রহ করেছে।


এদিকে, এই টেস্ট ম্যাচটি উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের মাইলফলক ম্যাচ। তিনি ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ টানা ৮৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এটি এতদিন ছিল স্যার গ্যারি সোবার্সের। ২০১৪ সালের ১৬ জুন থেকে ব্রাফেট কোনো টেস্ট মিস করেননি।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক