ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

 



চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের এক মাত্র ওয়ানডে সিরিজ এইটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিবে দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৮ ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল। এর পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্টিত হবে। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।


তবে এই সিরিজের আগে বিপদে আছে বিসিবি নির্বাচকরা। ইনজুরিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে ওয়ানডে সিরিজে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তাছাড়া অভিজ্ঞ ক্রিকেটার মুশফিককে এই সিরিজে পাবে না বাংলাদেশ। আফগানিস্তান সিরিজে ইনজুরি পড়েন তিনি। তার সেরে উঠতে আরও সময় লাগবে।



আবার গর্ভবতী স্ত্রীর পাশে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুস্তাফিজ। তাই তার সাভির্সও পাবে না বাংলাদেশ। এমতাবস্থায় স্কোয়াড সাজানো নিয়ে বিশাল ঝামেলাতে পড়েছে বিসিবি নির্বাচকরা।


মুস্তাফিজের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে আসতে পারেন হাসান মাহমুদ। শান্ত না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন মিরাজ। মুশফিকের জায়গাতে আসতে পারেন জাকের আলী অনিক। যদিও বেশ কয়েকটি সিরিজ থেকে ওয়ানডে দলে আছেন তিনি। দলে অভিজ্ঞ ক্রিকেটাররা ইনজুরিতে থাকা কপাল খুলে যেতে এনসিএলে দারুন ব্যাটিং এনামুল হক বিজয়ের।


বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক) জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক