সাকিবের কীর্তিতে এবার ভাগ বসালেন ইংলিশ স্পিনার

 


এইতো কদিন আগে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং তার টেস্ট ক্যারিয়ারে পূর্ণ করেছে অসংখ্য রেকর্ড। যদিও এখন আর নতুন কোনো রেকর্ডে সাকিবের নাম যুক্ত হবে না, তবে তার পুরোনো রেকর্ড ভাঙতে বা ভাগ বসাতে অনেকেই এগিয়ে আসছেন।




সম্প্রতি, সাকিবের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসির। ২০১৭ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হাগলে ওভাল পিচে সাকিব ৪ উইকেট নিয়ে একটি রেকর্ড গড়েছিলেন, যা ছিল পেস নির্ভর এই পিচে কোনো স্পিনারের এক ইনিংসে সর্বোচ্চ উইকেট। প্রায় ৮ বছর পর, সেই রেকর্ড ভেঙে সমান ৪ উইকেট শিকার করেন শোয়েব বসির।



বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শুরু হওয়া নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের জন্য বল হাতে বাজিমাত করেন বসির। এই পিচে যেখানে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন, সেখানে বসির তার স্পিন দিয়ে ৪ উইকেট নিয়ে সাকিবের রেকর্ডে ভাগ বসিয়েছেন। 


এখন, যদি বসির আগামী দিন আরেকটি উইকেট শিকার করতে পারেন, তবে তিনি সাকিবের সেই পুরনো রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়বেন। বাকি ৪ উইকেট নিয়েছেন পেসাররা, যার মধ্যে গুস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স প্রতিটি ২টি করে উইকেট শিকার করেছেন।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক