অধিনায়ক শান্তকে নিয়ে কঠিন সিদ্ধান্তে বিসিবি

 


ক্যারিবীয় সফরে স্বাগতিকদের বিপক্ষে ২০১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের পর ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আসন্ন সিরিজেও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 


আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন শান্ত। যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকেও। 


আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন শান্ত। পরে সেদিন মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচের আগে জানা যায় তার ছিটকে পড়ার বিষয়টি। এবার শঙ্কা জেগেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা নিয়েও। কুচকির সেই চোট এখনো সেরে উঠেনি শান্তর। 


বিসিবির মেডিকেল বিভাগের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছেন বিসিবির নির্বাচকরাও। কেননা ওয়ানডে সিরিজের দল ঘোষণা করতে শান্তর জন্যই অপেক্ষা করছেন নির্বাচকরা। ঢাকা পোস্টকে বিসিবির এক নির্বাচক বলেন, 'সে অধিনায়ক, তার জন্য আমরা অপেক্ষা করছি। আজ জানা যাবে চূড়ান্তভাবে। এরপরই কাল অথবা পরশু দল দেওয়া হবে এখন দেখা যাক।'

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক