২৭ বলে অর্ধশতক, ২২০ দিন পরে ২২ গজ মাতাছেন তামিম ইকবাল
দীর্ঘদিন পর মাঠে ফেরার পর প্রথম ম্যাচে ব্যাটিং মনমতো হয়নি। তবে দ্বিতীয় ম্যাচেই তামিম ইকবাল ধরা দিলেন স্বরূপে। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে অর্ধশতক করেছেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে তার পঞ্চাশতম অর্ধশতক।
২৭ বলে অর্ধশতক হাঁকানোর পথে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তামিম। চারের মাধ্যমে অর্ধশতক সম্পন্ন হওয়ার পরপর টানা দুই বলে হাঁকান বিশাল দুটি ছক্কা। এই প্রতিবেদন লেখার সময় ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত আছেন তিনি, স্ট্রাইক রেট ২২০.৬৯।
Comments
Post a Comment