সৌম্য-মিরাজের ফিফটিতে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল বেশ দুর্দশাগ্রস্ত। ৯ রানে ২ উইকেট হারানোর পর, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার মিলে ইনিংস পুনরুদ্ধার করতে শুরু করেন। প্রথমদিকে কিছুটা ধীরগতিতে ব্যাট করলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং ব্যাটে-বলে সমতা এনে দেন। সাবধানী ব্যাটিংয়ে দুজনই ফিফটি তুলে নেন, যা বাংলাদেশের ইনিংসে গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। মিরাজ এই সিরিজে দ্বিতীয়বার ফিফটি পেলেন, আর সৌম্যর এটি ছিল প্রথম ফিফটি।
দুজনের মধ্যে শতরানের পার্টনারশিপ হয় এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৩ রান। মিরাজ ৬৩ রানে ব্যাট করছেন, এবং সৌম্য ৫৫ রানে অপরাজিত রয়েছেন।
মিরাজ কিছুদিন ধরেই ধীরগতির ইনিংস খেলে সমালোচনার মুখে পড়েছিলেন, তবে আজ তিনি সেই দায় থেকে মুক্তি পেয়েছেন। আজকের ইনিংসে শুরু থেকেই কিছুটা আগ্রাসী ছিলেন মিরাজ, ব্যাটে-বলে তাল মিলিয়ে খেলার চেষ্টা করেছেন। সৌম্য সরকার একটু ধীর গতিতে এগোলেও তাদের মাঝে ফিফটির পার্থক্য ছিল মাত্র এক বলের। মিরাজ ১৯.৪ ওভারে ফিফটি পূর্ণ করেন এবং সেই ওভারের শেষ বলে সৌম্য সরকারও অর্ধশতক পূর্ণ করেন।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল খুবই ভয়াবহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশের টপ অর্ডারে বড় ধস দেখা যায়। স্কোরবোর্ডে ৯ রান যোগ হওয়ার পরেই প্যাভিলিয়নে ফিরে যান তানজিদ তামিম এবং লিটন দাস। আলজারি জোসেফের এক ওভারে তারা দুজনেই ডাক মেরে ফিরে যান।
তৃতীয় ওভারে জোসেফের করা দ্বিতীয় বলে পুল শট করতে গিয়ে বল ওপরে তুলে রাদারফোর্ডের সহজ ক্যাচে পরিণত হন জুনিয়র তামিম। এক বল বিরতির পরই ফিরেন লিটন কুমার দাস। সৌম্যর ক্যাচ ফেলে দেওয়ার পর ব্রেন্ডন কিং ঠিকই এবার ক্যাচটি নেন।
Comments
Post a Comment