দিগ ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর সরাসরি যাকে দুষলেন অধিনায়ক মিরাজ

 


ওয়ানডে ফরম্যাটে গত এক দশকে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ চমকপ্রদ, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যগুলো। গত ১০ বছরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ কখনো হারেনি, এবং সব ফরম্যাট মিলিয়ে টানা ১১টি ম্যাচ অপরাজিত ছিল। 


দুই বছর আগে বাংলাদেশ ক্যারিবিয়ানদের নিজেদের মাঠে হোয়াইটওয়াশ করে ফিরেছিল। তবে এবার, অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টানা দুই ওয়ানডে হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছুটা আশা থাকলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল অত্যন্ত দুর্বল। একসময় দলের রান ১০০-ও ছাড়াতে পারেনি, এবং মাত্র ৬ উইকেট হারিয়ে তারা বিপদে পড়ে।


ম্যাচ শেষে মিরাজ ব্যাটারদের সমালোচনা করেন। তিনি বলেন, "এমন পিচে ৩০০ রান করার সুযোগ ছিল। ৪ উইকেট পড়ার পরও আমি বিশ্বাস করেছিলাম, আমরা ফিরে আসতে পারব। তবে আমাদের স্কোর ছিল যথেষ্ট নয়, ৩০০ রান করতে হবে।"


নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও মিরাজ স্বীকার করেন, "মাঝের ওভারগুলোয় আমাদের ব্যাটিং ভালো ছিল না। কোনো জুটি গড়তে পারিনি, একে একে উইকেট হারাতে থাকি। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেললেও, ভুলটা আমাদেরই ছিল।"


তবে বোলারদের প্রশংসা করতে ভোলেননি মিরাজ। তিনি বলেন, "প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে রানা ছিল অসাধারণ। এই পিচে এমন স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুবই কঠিন।"


এখন সিরিজের শেষ ম্যাচের অপেক্ষা, যা আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

IPL নিলাম: ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি