প্রথম ম্যাচ নিয়ে যত আক্ষেপ, কোচ সালাউদ্দিনের পরামর্শে চোখ খুলল সবার

 

প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো ছিল। সেন্ট কিটসে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের ভালো দখল দেখান, এবং তিনটি ফিফটির সাহায্যে প্রায় ৩০০ রানের কাছাকাছি পৌঁছায়। তবে দুর্বল বোলিংয়ের কারণে হাই স্কোরিং ম্যাচেও বাংলাদেশের হার হয়েছিল। ম্যাচ শেষে, দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, "এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে"।

বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান ৭৪ করেন মিরাজ। যদিও ব্যাটিং পারফরম্যান্সে ক্রিকেটপ্রেমীদের মাঝে সন্তুষ্টি ছিল, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন,ব্যাটিং নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সন্তুষ্টি থাকলেও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন ভিন্ন কথা। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ জানালেন অন্তত ২০ রান কম করার কথা।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সালাউদ্দিন। সেখানেই বললেন এমন কথা, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য। যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেআন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। এরপরেই বিভিন্ন প্রশ্ন উঠেছে বোর্ড সভাপতির উপস্থিতি নিয়ে। কিন্তু সেসব নিয়ে কথা বলেননি সালাউদ্দিন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক