ম্যাচ হেরেও যে বড় পুরষ্কার জিতে নিলেন সাকিব
ম্যাচ হেরেও বড় পুরস্কারটা জিতে নিলেন শাকিব। লংকান T10 লিগে বাংলা টাইগার্স এর বিপক্ষে শাকিব খেলেছেন বিধ্বংসী একে ইনিংস। সবার ব্যর্থতার দিনে সাকিব ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। চারটি চার ও তিনটি ছক্কায় ১৯ বলে ৪৩ নং এর এক ঝড় উইনিংস খেলেন। আর তাতেই যিতে নিয়েছেন পাওয়ার হিটলার অফ দা ম্যাচের পুরস্কারটা।
Comments
Post a Comment