শেষ ৭ ওয়ানডেতে লিটনের ৩ ডাক, লিটন আর থাকবেনা
৬, ১*, ০, ০, ২, ৪, ০ ডিজিটগুলো দেখে ভুল করে বসবেন না! আবার কোনো ল্যান্ডফোন কিংবা ফোন নম্বর ভাবারও অবকাশ নেই। এগুলো শেষ সাত ওয়ানডেতে লিটন কুমার দাসের রান। যেই এলকেডিকে দেশের অন্যতম সেরা ব্যাটার বলা হয় শেষ ছয় ওয়ানডেতে দুই অঙ্কের ঘরে রানই করতে পারেননি।
লিটন ওয়ানডেতে শেষ দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দুই অঙ্কের ঘরে রান করতে যেন ভুলে গেছেন এলকেডি। যার প্রভাব পড়েছে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্সেও। এই সিরিজের আগে যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ১১ ম্যাচে বাংলাদেশ হারেনি, সেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগাররা সিরিজ তো হেরেছে উল্টো হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় পড়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে মোটে ছয় রান করেছেন লিটন। ডানহাতি এ ব্যাটারের আউটের ধরণ নিয়ে যে কেউ চাইলেই প্রশ্ন তুলতেই পারেন। ক্রিকেটের বেসিকটাই যেন ভুলে গেছেন এলকেডি। প্রতি ম্যাচেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। যার মাশুল দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। ক্যারিয়ারের অধিকাংশ সময় পুরাতন বলে ব্যাট করা মেহেদী হাসানকে ব্যাট করতে হচ্ছে নতুন বলে।
ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। এই ফরম্যাটে অবশ্য খুব একটা খারাপ করছেন না এলকেডি।তবে ভক্তদের তোপ থেকে মুত্তি পাচ্ছেননা লিটন বারতের সািংবাদিকের জনপ্রিয় একটা ভাইরাল এক ডাইলগ যেখানে তিনি রানৈতিক ইস্যু নিয়ে তিনি বলেছেন বাংলাদেশ আর থাকবেনা। আর লিটনের এমন পারর্ফম দেখে এবার ভক্ত সমর্থকরাও সেই মন্তব্যটা করলেন লিটন থাকবেনা, লিটন আর থাকবেনা, তাকে রাখা সম্ভবনা।
Comments
Post a Comment