অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজের ইতিহাস গড়া সাফল্য
দীর্ঘ এক যুগেরও বেশি সময় আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রাজত্ব করে গেছেন সাকিব আল হাসান। তবে ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে চলে গেছেন এই সাবেক টাইগার অধিনায়ক। তবে এই তারকার অনুপস্থিতিতে এবার র্যাঙ্কিংয়ে সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পরবর্তী সাকিব খ্যাত মেহেদি হাসান মিরাজ।
গেল সপ্তাহেই টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে তালিকার দুই নম্বরে উঠে আসেন মিরাজ। এবার ওয়ানডেতেও বাজিমাত করলেন এই স্পিন অলরাউন্ডার।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মিরাজ। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অলরাউন্ডার র্যাঙ্কিং। বর্তমানে মিরাজের রেটিং পয়েন্ট ২৫৫।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সফরের ওয়ানডে সিরিজের অধিনায়কের ভূমিকায় মিরাজ। যেখানে তার শক্তির জায়গা বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়েই বেশি দক্ষতা দেখিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে তিন ম্যাচে ৫০.৬৭ গড় ও ৮৪.৯২ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন তিনি। বল হাতে শিকার করেছিলেন এক উইকেটে। আর তাতেই একধাপ ওপরে থাকা রশিদ খানকে টপকে তার জায়গা দখল করে নিয়েছেন এই তারকা।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজের একধাপ ওপরে রয়েছেন জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা। তা রেটিং পয়েন্ট ২৯৬। আর ৩১৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এছাড়া একধাপ পিছিয়ে চারে রশিদ খান এবং অপরিবর্তিত থেকে পাঁচে আছে নামিবিয়ার জেরহার্ড ইরাসমাস।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ উন্নতি করেছেন মিরাজ। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও ব্যাট হাতে ধারবাহিকভাবে পারফরম্যান্স করছেন তিনি। গত নভেম্বরের আফগানিস্তান সিরিজ থেকেই নিজের ব্যাটিং অর্ডার এগিয়ে এনেছেন মিরাজ। পূর্বে ওয়ানডেতে সাতে ব্যাট করলেও সবশেষ দুই সিরিজে ব্যাট করেছেন চারে। আর তাতে পারফরম্যান্সেও এসেছে পরিবর্তন।
আফগানিস্তান সিরিজে ৩ ইনিংসে ৩৮.৬৭ গড়ে ১১৬ রান করেছিলেন মিরাজ। এছাড়া বল হাতেও শিকার করেছিলেন ৩টি উইকেট। যার ফলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছিলেন তিনি।
অন্যান্য সময়ের তুলনায় ব্যাট হাতে নিজের সেরা সময় পার করছেন মিরাজ। এছাড়া বল হাতেও উইকেট তুলে নিচ্ছেন নিয়মিত। এভাবে এগোতে থাকলে খুব শীঘ্রই শীর্ষস্থান দখল করতে পারবেন এই তারকা অলরাউন্ডার।
Comments
Post a Comment