সাকিবের কপালে যেন শনির দশা, লঙ্কা লিগ চলাকালেই হলেন ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার



লঙ্কা টি-টেনে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন টাইগার অলরাউন্ডার। তাতে নিশ্চিত করেই খুশি হওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিটি। তবে তা আর হলো কই? ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হয়েছেন গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর।




গল মারভেলসের মালিকের গ্রেফতার হওয়ার বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্টিয়া (পিটিআই)। গতকাল (বৃহস্পতিবার) ফিক্সিংযের অভিযোগ পেয়ে প্রেম ঠাকুরকে গ্রেফতার করে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ। তার আগের দিন লঙ্কা টি-টেনে প্রথম ম্যাচ খেলেছে গল মারভেলস। ক্যান্টি বোল্টসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা ভালো করেছে গল মারভেলস।




প্রেম ঠাকুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার পুলিশও। তারা জানিয়েছে, ‘লঙ্কা টি১০ সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি গল মার্ভেলসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার (আজ) আদালতে নেওয়া হবে।’




কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত প্রেম ঠাকুরকে রিমান্ড দিয়েছে বলেও দাবি লঙ্কান গণমাধ্যমের। শ্রীলঙ্কায় এই প্রথম ১০ ওভারের ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যেখানে সাকিবদের গল–সহ অংশগ্রহণ করছে ৬টি দল।




লঙ্কা টি-টেনে সাকিব আল হাসান ছাড়াও খেলছেন বাংলাদেশের সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও রনি তালুকদার। সৌম্য সরকার ড্রাফট থেকে দল পেলেও জাতীয় দলের ব্যস্ততার কারণে এখনো শ্রীলঙ্কায় যেতে পারেননি।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

IPL নিলাম: ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি