উত্যেজনা পূর্ণ ম্যাচে মুশফিক-হৃদয়দের হারাল মুমিনুলরা

 


ইনজুরির কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। একইভাবে, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছিলেন ওই সফরের টেস্ট ও ওয়ানডে দলে। তবে, আজ (মঙ্গলবার) তারা তিনজনই রাজশাহী বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। জমজমাট লড়াইয়ের এই ম্যাচে রাজশাহীকে হারিয়ে ৪ রানে জয় লাভ করেছে মুমিনুল হক ও রাব্বি নেতৃত্বাধীন চট্টগ্রাম।


সিলেট একাডেমি মাঠে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম বিভাগ ৭ উইকেটে ১৯৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। রাজশাহী তাদের লক্ষ্যে প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ ওভারে ১৩ রান করতে গিয়ে তারা ৩ উইকেট হারায়। রাজশাহীর হয়ে মুশফিক (৪৬) ও হৃদয় (৬৯) প্রথমবার এনসিএলে নামলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, কিন্তু চট্টগ্রামের হয়ে ৫২ রান করা মুমিনুলের নেতৃত্বে জয়টি আসে।


চট্টগ্রাম শুরুটা ধীর গতিতে করলেও, মাহমুদুল হাসান জয় ১১ রান করে আউট হলে রানের গতি বাড়ে। মুমিনুল ও শাহাদাত হোসেন দীপু মাত্র ৩৩ বলে ৭৩ রানের জুটি গড়েন। দীপু ১৫ বলে ৩৫ রান করে আউট হন এবং ১০ রান পর মুমিনুলও আউট হন। মুমিনুলকে আউট করার পর বোলিংয়ে আসেন নাজমুল শান্ত, যদিও তিনি ২ ওভারে ২৩ রান দিলেও মুমিনুলকে আউট করতে সফল হন।


৩৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন মুমিনুল। এরপর চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ও সাজ্জাদুল হক রিপন দ্রুত ফিরলেও, ইরফান শুক্কুরের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহ পায় দলটি। ২৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করেন ইরফান, আর নাঈম হাসান ১০ বলে ২০ রান করে চট্টগ্রামের সংগ্রহকে আরও চ্যালেঞ্জিং করে তোলেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাব্বির হোসেন।


বড় লক্ষ্য তাড়ায় রাজশাহী শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের চতুর্থ বলেই ৪ রান করে আউট হয়ে যান শান্ত। তবে হাবিবুর রহমান সোহান ২০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৯ রান করে দলকে চাপে পড়তে দেননি। তবে রাজশাহীকে লক্ষ্য পূরণ করতে হলে কার্যকর জুটির প্রয়োজন ছিল, আর সেই দায়িত্ব পালন করেন হৃদয় ও মুশফিক। এই জুটিতে ১০২ রান যোগ হয়, কিন্তু মুশফিক ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করে আউট হলে দলের শঙ্কা বাড়ে।


হৃদয়, ৫০ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৬৯ রান করে ক্রিজে ছিলেন, তবে তার বিদায়ে রাজশাহীর আশা পুরোপুরি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত রাজশাহী ৭ উইকেটে ১৯৪ রানে থামে। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আহমেদ শরীফ, নাঈম নেন ২ উইকেট।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

IPL নিলাম: ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি