একদিন বিরতির পর মাঠে ফিরে আবারো তামিমের ভেলকি

 


একদিন বিরতির পর আবারও মাঠে ফিরে এনসিএল টি-টোয়েন্টি। তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা বিভাগকে একতরফা হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। ঢাকাকে মাত্র ৬৪ রানে অলআউট করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে চট্টগ্রাম তুলে নেয় নিজেদের দ্বিতীয় জয়।


কুয়াশায় ভেজা সকালে ঢাকার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। প্রথমে ব্যাটিং করে ঢাকা মাত্র ১৬.৪ ওভারে ৬৪ রানে অলআউট হয়। সাইফ হাসানের দলের হয়ে তাইবুর রহমান ছাড়া কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেননি। তবে, তাইবুর ৪৩ বলে ৩০ রান করে লড়াইয়ের চেষ্টা করায় ঢাকার অবস্থা আরও খারাপ হয়নি।


ঢাকার ব্যাটিং ধ্বংসের প্রধান কারিগর ছিলেন ফাহাদ হোসেন, যিনি মাত্র ১১ রান দিয়ে চারটি উইকেট নেন। এছাড়া ইরফান হোসেন, আহমেদ শরীফ এবং মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট নেন। জয় ৩ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে দুটি উইকেট নেন।


ব্যাটিংয়ে চট্টগ্রামের জন্য জয়ই ছিলেন সবচেয়ে বড় নায়ক। তিনি কোনো উইকেট না হারিয়েই ৩৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন, যাতে ৫টি চার ও ২টি ছক্কা ছিল। আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা তামিম ইকবাল এদিন সাবধানে খেলেছেন, ২৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ১১ ওভারে চট্টগ্রাম ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয়।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

IPL নিলাম: ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি