ফর্মে ফিরেই বড় দুঃসংবাদ দিয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন সম্য সম্যের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন সৌম্য সরকার। ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন। আঙুলে লেগেছে পাঁচ সেলাই। সিরিজ জয়ের দিনে সৌম্যর ইনজুরি নিয়ে আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ উঠেছিল। সেখানে ফিল্ডিং করছিলেন সৌম্য সরকার। তবে দ্রুত গতিতে আসা সেই বল হাতে জমাতে পারেননি। উল্টো আঙুলে গুরুতর চোট পান।
যন্ত্রণায় মাঠেই কাতরাতে দেখা যায় তাকে। পরে জাকের আলি অনিক এবং মেহেদী হাসান মিরাজের সাহায্যে মাঠ ছাড়েন। এরপর অ্যাম্বুলেন্সে যোগে স্টেডিয়াম ছাড়েন টাইগার এই ব্যাটার।
আঙুলের চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সৌম্য। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে।
আঙুলের চোটে শেষ টি-টোয়েন্টিতো বটেই, আসন্ন বিপিএলেরও প্রথম ভাগের বেশ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন টাইগার এই ব্যাটার। বিপিএল শুরু আগামী ৩০ ডিসেম্বর।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে করেছিলেন ৩২ বলে ৪৩ রান। আজ দ্বিতীয় ম্যাচে অবশ্য রান পানিনি। রান আউট হওয়ার আগে করেছেন ১৮ বলে ১১ রান। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে করেছিলেন ৭৩।
সৌম্যকে নিয়ে বড় দুঃসংবাদ পাওয়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯ রান করে স্বাগতিক দলকে ১০২ রানে আটকে ২৭ রানের জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচ হারাতে হতাশ কিন্তু আমরা ৩২০, ২৯৫ এগুলো আমরা নিয়মিত করি না। একটা ভালো উইকেটে যদি আমরা নিয়মিত খেলি আমাদের মনে হয় এই শক্তির জায়গাটাও আসবে যে আমরা নিয়মিত ৩৫০ করতে পারব। এটা কিন্তু
দলের জন্য ভালোম্যাচ হারাতে হতাশ কিন্তু আমরা ৩২০, ২৯৫ এগুলো আমরা নিয়মিত করি না। একটা ভালো উইকেটে যদি আমরা নিয়মিত খেলি আমাদের মনে হয় এই শক্তির জায়গাটাও আসবে যে আমরা নিয়মিত ৩৫০ করতে পারব। এটা কিন্তু
দলের জন্য ভালো
Comments
Post a Comment