সিরিজ জিতে, আইসিসি থেকে অবিশ্বাস্য সুখবর পেলেন বাংলাদেশের ৩ বোলার



চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ১-১ এ ডয়ের পর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে টাইগাররা। তবে এবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সফরকারীরা। শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লিটন কুমার দাসের দল।

ওয়ানডে সিরিজে ব্যাটারদের পারফরম্যান্স ঠিকঠাক থাকলেও বোলারদের থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়া হারতে হয়েছে বাংলাদেশকে। তবে টি-টোয়েন্টি সিরিজ জয়ে ব্যাটারদের চেয়ে বোলারদের অবদানই বেশি ছিল। আর তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতির মুখ দেখেছে টাইগার বোলাররা।


আজ বুধবার (১৮ ডিসেম্বর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন এই পেসার।


এই র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদি। ১৮ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি স্পিনার। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। যদিও এই র‍্যাঙ্কিংয়ে আজকের পারফরম্যান্স অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন হাসান মাহমুদ। ৩৮ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি। প্রথম ম্যাচে ৩.৫ ওভারে ১৮ রান দিয়ে ২উইকেট শিকার করেছিলেন দুর্দান্ত ছন্দে থাকা এই পেসার।

এদিকে এই সিরিজে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমান ২ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে এসেছেন। এতে তাসকিনের কাছে বাংলাদেশিদের শীর্ষস্থান হারিয়েছেন এই বাঁহাতি পেসার। এছাড়া তানজিম হাসান সাকিব ১ ধাপ পিছিয়ে ৬১ এবং শরিফুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে যৌথভাবে ৭৫ নম্বরে অবস্থান করছেন।

অন্যদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন ক্যারিবিয়ানরাও। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পিনার আকিল হোসেন এগিয়েছেন ৩ ধাপ। এতে ইংলিশ স্পিনার আদিল রশিদকে টপকে শীর্ষস্থান দখল করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া প্রথম ম্যাচে ১ উইকেট নেয়া স্পিন অলরাউন্ডার রস্টন চেজ ৫ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন।

Comments

Popular posts from this blog

১৮ বছরে এই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ

IPL নিলাম: ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি